Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন, ২০১২ [সংঙ্গা-২০২৩] (What is VAT & SD, Schedule, Consideration-2023)

  ভ্যাট কি? 

            ভ্যাট বলতে এমন এক ধরণের কর ব্যবস্থাকে বুঝায় যে কর ব্যবস্থায় প্রতি স্তরে কোন পণ্যের ওপর যে মূল্য সংযোজন হয়, সে মূল্য সংযোজনের ওপর প্রদান করা হয়।

সম্পূরক শুল্ক কি?

                বিলাশ বহুল পণ্যের ওপর অতিরিক্ত কর হিসেবে সম্পূরক শুল্ক আরোপ করা হয়। ‍

দ্বিতীয় তফসিলের টেবিল-১ হলো- আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের তালিকা। 

টেবিল-২ঃ স্থানীয় উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের তালিকা। 

টেবিল-৩ঃ সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবার তালিকা।



ভ্যাট আইনে তফসিল কয়টি?

            ভ্যাট আইনে তফসিল রয়েছে ৩ টি।

প্রথম তফসিলঃ প্রথম তফসিলের উল্লেখিত পণ্য ও সেবা সমূহ সকল পর্যায়ে ভ্যাট মুক্ত।

দ্বিতীয় তফসিলঃ সম্পূক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবার তালিকা।

তৃতীয় তফসিলঃ হ্রাসকৃত ও সুনির্দিষ্ট কর রয়েছে এমন সেবার তালিকা।

পণ কি?

                পণ শব্দের অর্থ হলো সর্বমোট মূল্য। ইংরেজিতে বলা হয় consideration. পণের মধ্যে সরবরাহ মূল্য, ভ্যাট  এবং প্রযোজ্য অন্যান্য করসহ যাবতীয় ব্যয় অন্তভূক্ত থাকবে। [উপ-ধারা (৫৯]

পোস্ট ট্যাগ: ভ্যাট চালান কি, ভ্যাট কি ধরণের কর, ভ্যাট কিভাবে করতে হয়, মূসক কি, ভ্যাট কত প্রকার, ভ্যাট নির্ণয়। কোন খাতে কত ভ্যাট, টার্নওভার কর কি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement