Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভ্যাট দাতার কাজ বা দায়িত্ব কি? What is the responsibilities of a Tax payers (VAT)-2023

করদাতার দায়িত্ব ও কর্তব্য কি কি

 ভ্যাট সম্পর্কে প্রাথমিক ধারণাঃ
মূসক ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া এবং তাঁর অর্থনৈতিক কার্যক্রমে মূসক প্রযোজ্য কিনা তা জানা।
নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণঃ
মূসক প্রযোজ্য হলে প্রযোজ্যতা অনুযায়ী নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করা।
তথ্য পরিবর্তনঃ
অনেক করদাতা আছেন যারা তথ্য পরিবর্তন এমনকি মালিকানা পরিবর্তন হওয়ার পরও তথ্যসমূহ ভ্যাট অফিসকে অবহিত করেন না। কোন তথ্য পরিবর্তন করলে অবশ্যই মূসক প্রশাসনকে অবহিত করতে হবে।
কর চালান প্রদান ও গ্রহণঃ
ক্রয়ের সময় কর চালান পত্র গ্রহণ ও বিক্রয়ের সময় ক্রেতাকে চালান পত্র দেওয়া।
হিসাবঃ
ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখা।
ট্রেজারি ও দাখিল পত্র পেশঃ
মাস শেষে নীট কর হিসাব করে সরকারি কোষাগারে জমা প্রদান ও দাখিল পত্র পেশ।
দাখিল পত্র যাচাইঃ
পরিশোধিত করসহ সকল বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা যাচাই করা।
উৎসে কর কর্তনঃ
উৎসে কর কর্তনকারী সত্ত¡া হলে নিয়ম অনুযায়ী উৎসে কর কর্তন করা।
ভ্যাট কর্মকর্তাগণকে সহযোগিতাঃ
আইনের আওতায় কোন মূসক কর্মকর্তা কোন সহায়তার অনুরোধ করলে তা করা।
দায়িত্ব ও অধিকারঃ
সর্বোপরি নিজের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া।

tag: vat, vat act, responsibilities of tax payers, vat compliance, vat accountancy, vat bd, vat 2023, SD,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement