Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মূ্ল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (মূসক-৬.১০) পূরণের নিয়ম-২০২৩

 মূ্ল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ ও বিধিমালা, ২০১৬       

মূসক-৬.১০ এর আদ্যপান্ত

প্রশ্নঃ মূসক-৬.১০ কি?

  • মূসক-৬.১০ হলো একটি ফরম যেখানে দুই (২) লক্ষ টাকার অধিক মূল্য মানের ক্রয়-বিক্রয় চালান পত্রের তথ্য উপস্থাপন করতে হয়।

প্রশ্নঃ মূসক-৬.১০ এ কয়টি অংশ থাকে?

  • মূসক-৬.১০ এ দুটি অংশ থাকে। প্রথম অংশ “ক্রয় সংক্রান্ত তথ্য” দ্বিতীয় অংশ “বিক্রয় সংক্রান্ত তথ্য”

প্রশ্নঃ মূসক-৬.১০ এ দুই (২) লক্ষ টাকার অধিক মূল্য মানের ক্রয়-বিক্রয় বলতে কোন টাকাকে বুঝায়? 

  • মূসক-৬.৩ তে ৬ নং কলামে থাকে মোট মূল্য ও ১১ নং কলামে থাকে সকল প্রকার শুল্ক ও করসহ মূল্য। মূসক-৬.১০ এ বসবে সকল প্রকার শুল্ক ও করসহ মূল্য বা পণ এর টাকা।

প্রশ্নঃ রপ্তানির ক্ষেত্রে কি মূসক-৬.১০ পূরণ করতে হবে?

  • রপ্তানির ক্ষেত্রে যেহেতু মূসক-৬.৩ চালান ইস্যু করা হয় তাই রপ্তানির তথ্যও এই ফরমে দিতে হবে।


প্রশ্নঃ অনলাইনে মূসক-৬.১০ পূরণ ও দাখিলের পর কি ম্যানুয়ালি জমা দিতে হবে? 

  • অনলাইন এ মূসক-৬.১০ পূরণ ও জমা দেওয়ার পর ম্যানুয়ালি জমা দেওয়ার প্রয়োজন নাই।

প্রশ্নঃ মূসক-৬.১০ জমা দিতে হবে এ বিষয়ে আইন বা বিধিতে কোথায় উল্লেখ আছে?

  • মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১২ এর বিধি-৪২ এর উপ-বিধি (১) এ মূসক-৬.১০ সম্পর্কে উল্লেখ আছে।

প্রশ্নঃ মূসক-৬.১০ জমা না দিলে সমস্যা কি?

  • মূসক-৬.১০ এ তথ্য লিপিবদ্ধ না করা বা পেশ না করা হলে ভ্যাট আইন মোতাবেক ১০,০০০ টাকা জরিমানা হতে পারে।

প্রশ্নঃ যদি কোন অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট ক্রয় বা বিক্রয় করা হয় সেক্ষেত্রে মূসক-৬.১০ পূরণের নিয়ম কি?

  •  অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় বা বিক্রয় করা হয় তাহলে ক্রেতা বা বিক্রেতার পূর্ণ নাম, ঠিকানা ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার উল্লেখ করতে হবে।

প্রশ্নঃ অনলাইনে কিভাবে মূসক-৬.১০ ফরম পাবো?

  • ভ্যাট অনলাইনে লগ ইন করে কোম্পানির নাম সিলেক্ট করার পর যে ইন্টারফেস আসে সেখানে ফরম নামে একটি বক্স আছে। ঐ বক্সে ক্লিক করবেন। উপরে ডান সাইডে এ্যাড ফরম অপশন আছে ওখানে ক্লিক করবেন তার পর একটা ড্রপ ডাউন আসবে ওখানে ক্লিক করলে অনেক গুলো ফরম এর নাম আসবে। সেখান থেকে মূসক-৬.১০ ফরম সিলেক্ট করে ওকে দিবেন। মূসক-৬.১০ ফরম ওপেন করার পর মাসের নাম ও সাল লেখে সেভ ড্রাফট দিবেন তারপর পার্ট-এ ও বি পূরণ করবেন।

প্রশ্নঃ মূসক-৬.১০ ফরমের ফরমেট কোথায় পাবো?

পোস্ট ট্যাগঃ মূসক, মূসক-৬.১০, ভ্যাট বিষায়ক প্রশ্ন ও উত্তর, পণ, ভ্যাট, বিধি-২০১৬, ভ্যাট লাইন, VAT, Mushok-6.10, VAT related question and answer, NBR, VAT Online, VAT & SD ACT,2012

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement