Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

Online return submission (Bill of Entry-2023)

 Bill of Entry রিটার্ন ৯.১ এ পোস্টিং দেওয়ার প্রসেস ও বিল অব এন্ট্রি থেকে আর কি কি সমন্বয় করা যায় প্রাক্টিক্যাল সহঃ

রিটার্ন ৯.১ এ Standard Rated Goods/Service Option এর নোট-১৫ এর সবফরম প্রথমে ওপেন করতে হবে। তারপর নিম্নোক্ত প্রসেসে এন্ট্রি দিতে হবে-

সাবফরমে এ্যাড অপশনে ক্লিক করলে নতুন রো তৈরি হবে সেখানে মোট ১৪ টি কলাম রয়েছে যা পূরণ করতে হবে-

কলাম-১ঃ

Data Source: এখানে দুইটি অপশন আছে BOE and Manual Entry. আমরা ম্যানুয়ালে এন্টি পোস্টিং দেখবো। ম্যানুয়াল এন্ট্রি সিলেক্ট করতে হবে।

কলাম-২ঃ

BoE Number: Assessment Notice এ C দিয়ে কয়েক ডিজিটের একটা সংখ্যা থাকে ঐটা বসাতে হবে।

কলাম-৩ঃ

BoE Number এর পাশে তারিখ উল্লেখ থাকে।



কলাম-৪ঃ

BoE Office code, Assessment Notice এ যে কাস্টম হাউজ বা স্টেশনের নাম উল্লেখ থাকে ঐটা বসাতে হবে। যেমনঃ চট্টগ্রাম ৩০১ অফিস কোড।

কলামঃ ৫

BoE Item Number, Serial Number 32 এ থাকেে ঐটা বসাতে হবে। একটি বিল অব এন্টিতে একাধিক পণ্য আমদানি হলে ১,২,৩... এভাবে আইটেম নাম্বার থাকে। প্রতিটি আইটেম নাম্বার ৩২ নাম্বার সিরিয়ালে পাওয়া যাবে।

কলাম-৬ঃ

CPC code সিরিয়াল ৩৭ এ পাওয়া যায়।

কলাম-৭ঃ

Goods/Service commercial description, Calculation of Taxes এর যে ছক থাকে তার উপরে দেওয়া থাকে।

কলাম-৮ঃ

Goods/Service code সিরিয়াল নাম্বার ৩৩ এ দেওয়া থাকে।

কলাম-৯ঃ

Goods/Service Name system generated এটা অটোমেটিক পূরণ হবে।

কলাম-১০ঃ

Assessable value সিরিয়াল নাম্বার ৪৬ এ দেওয়া থাকে।

কলাম-১১ঃ

Base value of VAT, Calculation of Taxes নামে যে ছক আছে ঐ ছকে দেওয়া থাকে।

কলাম-১২ঃ

VAT এর টাকা ঐ ছকে পাওয়া দেওয়া থাকে। Base Value of VAT এর টাকা সোজা ভ্যাটের টাকা থাকে।

কলাম-১৩ঃ

AT ঐ ছকে এ্যামাউন্ট এর ঘরে দেওয়া থাকে। এখানে AT Entry দিলে এই টাকা সরাসরি নোট-৩১ অটোমেটিকালি চলে যাবে।

কলাম-১৪ঃ নোট

এখানে, ভ্যাট, আগামকর এর টাকা এ্যাসেসমেন্ট নোটিশ এ উল্লেখ থাকে।

বিল অব এন্ট্রি থেকে আর কি কি সমন্বয় করা যায়ঃ

বিল অব এন্ট্রি থেকে VAT on C&F commission এর টাকা হ্রাসকারী

সমন্বয় করা যায়। ইন্সুরেন্স কোম্পানি থেকে মূসক-৬.৩ পেলে সেটাও রেয়াত নেওয়া যাবে। যদি একাধিক আইটেম থাকে সেক্ষেও এভাবে একটা একটা করে এন্টি করা যায়। তবে অটোমেটিক অর্থাৎ BoE option select করা হয় তাহলে সুবিধা তাড়াতাড়ি এন্টি দেওয়া যায়।

আপনার প্রতিষ্ঠান ১৫% ভ্যাটে সরবরাহ প্রদান করে।

ছবিতে একটি নমুনা বিল অব এন্ট্রি পূরণ করে দেখানো হয়েছে।



Thankfully

Md. Israfil Islam

cell: 01521-391965 (What's App)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement