Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভ্যাট কি, ভ্যাটের ধারা ও বিধি কতটি, ভ্যাটের বিভিন্ন হার (How to VAT Imposed in Bangladesh)

বাংলাদেশের ভ্যাট আইনের ধারা, বিধি ও ভ্যাটের হার 

 কোন বিষয় সম্পর্কে জানতে বা শিখতে তখনই ভালো লাগে যখন ঐ বিষয়ের ব্যাসিক জিনিসগুলো জানা থাকে বা জানা যায়। ভ্যাট আইন আমরা জানি এবং লিখি ২০১২ সালের আইন, কিন্তু এটা কার্য কর হয় ১লা জুলাই, ২০১৯। 

👉ভ্যাট বিষয়ে বিভিন্ন ধারাণা লাভের জন্য আমাদের জানা প্রয়োজন আইন, বিধি, এসআরও, জিও, ব্যাখ্যা পত্র, বিশেষ আদেশ প্রভৃতি।

👉ভ্যাটের কাজ আমি শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারিনা। যেকোন বিষষ জানা বা শেখার জন্য স্টেপ বাই স্টেপ পাড়ি দেওয়া প্রয়োজন।

নতুন ভ্যাট আইনে-

১। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা আছে-১৩৯ টি। (৩২ক, ৮৯ক, ৯০ক, ১২৬ক, ১২৭ক, ১২৭খ, ১২৯ক, ১৩৫ক সহ) মোট ১৪৭ টি।

২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ তে বিধি আছে-১১৯ টি। (১৮ক, ১৮খ, ১৮গ, ২৪ক, ২৪খ, ২৪গ, ৫৭ক, ৬৬ক, ১১৮ক, ১১৮খ, ১১৮গ সহ) মোট ১৩০ টি 

৩। ফরম আছে-৭৫ টি।

ভ্যাট আইনে শিডিউল বা তফসিল আছে ৩ টি-

প্রথম তফসিলঃ

সকল পর্যায়ে শুল্ক কর অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবার তালিকা। এখানে দুটি পার্ট রয়েছে। 

1. First part: VAT exempted Goods

2. Second part: VAT exempted services.

(ধারা-২৬)

দ্বিতীয় তফসিলঃ

যে সব পণ্য ও সেবাতে সম্পূরক শুল্ক বিদ্যমান সেসব পণ্য ও সেবার তালিকা।

কোন কোন স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান তা জানার জন্য এখানে তিনটি টেবিল রয়েছে।

Table-1: Goods (Import Stage)

Table-2: Goods (Supply stage)

Table-3: Services (Supply stage)

(ধারা-৫৫)

তৃতীয় তফসিলঃ

তৃতীয় তফসিলে হ্রাসকৃত হার ও সুনির্দিষ্ট কর সংক্রান্ত পণ্য ও সেবার তালিকা।

(ধারা-১৫)

Table-1 (Part-A): Goods (5%)

             (Part-B): Service (5%)

Table-2 (Part -A): Goods (7.5%)

             (Part-B): Service (7.5%)

Table-3 (Part-A): Goods (10%)

             (Part-B): Service (10%)

Table-4 (Part-A): Goods (Specific Amount of VAT)

             (Part-B): Service (specific Amount of VAT)

VAT for Local Trading stage:

Medicine: 2.4%

Diesel, Kerosine, Octane, Petrol, Furnace oil and LPG: 2%

Land developer: 2% 

Real state:

Flat (1-1600 square feet): 2%

Flat (Above 1600 square feet): 4.5% 

Re-registration: 2%

পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে ১.৫%

এই রেট গুলো ছাড়া সকল ক্ষেত্রে ভ্যাটের হার ৫% লোকাল ট্রেডিং এর ক্ষেত্রে। যদি রেয়াত গ্রহণ না করে আর রেয়াত নিলে ১৫% হার প্রযোজ্য।

            👉আমরা জেনেছি প্রথম তফসিল হলো ভ্যাটমুক্ত পণ্য ও সেবার তালিকা, ‍দ্বিতীয় তফসিল হলো সম্পূরক শুল্কযুক্ত পণ্য ও সেবার তালিকা এবং তৃতীয় তফসিল হলো হ্রাসকৃত ও সুনির্দিষ্ট কর বিশিষ্ট পণ্য ও সেবার তালিকা। 

💡শূণ্য হার বিশিষ্ট পণ্য ও সেবার বিষয়টি প্রথম তফসিল ছাড়া আইনের ধারাতেও উল্লেখ করা হয়েছে। ধারা গুলো নিম্নে উপস্থাপন করা হলঃ

    Section-21: Zero Rated supplies

    Section-22: Land outside Bangladesh

    Section-23: Supply of Goods for Export

    Section-24: Supply of zero rated services.

প্রথম তফসিল ও আইনের ধারা ছাড়াও এসআরও ও বিশেষ আদেশ দ্বারাও অব্যাহতি হতে পারে। 

তবে, এসআরও বা অন্য কোন আদেশে যদি কোন পণ্য বা সেবা ভ্যাট অব্যাহতি পায় সে ক্ষেত্রে আইনের সকল নিয়ম কানুন পরিপালন করতে হয়। অর্থ্যাৎ রিটার্ন দাখিল, হিসাব পত্র রাখা ইত্যাদি।

➡️ এসআরও দ্বারা অব্যাহতি এর ক্ষেত্রে শুধুমাত্র একটি পর্যায়ে বা একাধিক পর্যায়ে অব্যাহতি হতে পারে। প্রতি বছর একটি মাস্টার এসআরও থাকে যেখানে ভ্যাট অব্যাহতি প্রাপ্ত সরবরাহের তালিকা উল্লেখ থাকে। এ সকল এসআরও গুলো জানার আগে আমরা জেনে নিই এসআরও দ্বারা অব্যাহতি প্রাপ্ত সর্বশেষ এসআরও এর ক্ষেত্রে কোনটি কোন পর্যায়ে অব্যাহতির কথা উল্লেখ রয়েছে-

➡️

                       i) Table-1: Import Stage (Goods)

                       ii) Table-2: Import & Manufacturing stage (Goods)

                       iii) Table-3: Manufacturing stage (Goods)

                       iv) Table-4: Service supply stage

                       v) Table-5: Trading stage (Goods)

( SRO-163)

এসআরও-১৬৩ এর মত শেষ তিন বছরের অব্যাহতি প্রাপ্ত এসআরও গুলো হলো- 

                     এসআরও-১৪১/২০২১

                      এসআরও-১৪৪/২০২০

                       এসআরও-১৭২/২০১৯

এগলোকে আমরা মাস্টার এসআরও বলতে পারি। এই এসআরও ছাড়া আরো অনেক গুলো অব্যাহতি এসআরও রয়েছে, যে গুলো আমার আগের একটি পোস্টে এসআরও সহ উল্লেখ করা রয়েছে, চাইলে ঐ পোস্টটি দেখতে পারেন।



#ভ্যাট কি, আইন, ভ্যাটের হার, সেবার উপর ভ্যাটের হার, পণ্যের উপর ভ্যাটের হার, বাংলাদেশের ভ্যাট আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক  আইন, ২০১২। (What is VAT, How to VAT imposed in Bangladesh, VAT rate in Bangladesh, SRO, GO, VAT exempted, zero rate vat act, section, Rules)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement