Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন-২০১২ (আগামকর পরিশোধ ও সমন্বয় বা ফেরতের নিয়ম-২০২৩)

আগাম কর কি?

বিদেশ থেকে পণ্য বা সেবা আমদানির ক্ষেত্রে সরকারকে সিকিউরিটি মানি হিসেবে অগ্রিম অর্থ  পরিশোধ করতে হয় যা পরবর্ততে আবার সমন্বয় বা ফেরত পাওয়া যায়।

         আমরা জানি আমদানি পর্যায়ে প্রযোজ্য হারে আগামকর পরিশোধ করতে হয়। কেন আগামকর পরিশোধ করতে হয়? যেন আমদানিকারক আমদানির পর দাখিল পত্র দাখিল করেন, ভ্যাটের সকল বিধি-বিধান পরিপালন করেন তা নিশ্চিত করার জন্য। তবে এই আগামকর পরিশোধ ও সমন্বয় করার সুযোগ রয়েছে, যা মূল্যসংযোজন ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৩১ এ বর্ণিত হয়েছে। এ বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করবো-

ধারা-৩১ঃ আমদানিকালে আগামকর পরিশোধ ও সমন্বয়
                              আমরা প্রথমত জানবো আগাম করের হার ও কোন ক্ষেত্রে আমদানি পর্যায়ে আগমকর মুক্ত ঘোষণা করা হয়েছে।
***আগামকরের হার****
                    ধারা-৩১ এর উপ-ধারা (২) অনুযায়ী, পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে আগামকরের হার ৩ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে আগামকরের হার ৫ শতাংশ।
কিছু আমদানির ক্ষেত্রে অর্থ্যৎ পূর্বের আইনে যেসকল আমদানির উপর এ্যাডভান্স ট্রেড ভ্যাট (এটিভি) মুক্ত ছিল ঐ সকল আমদানির বেশির ভাগই আগামকর মুক্ত। আগামকর মুক্ত আমদানির একটি এসআরও আছে। এসআরও নাম্বার-১৫১/আইন/২০২১/১৪৮।

আগাম কর কিভাবে সমন্বয় ও  ফেরত নেওয়া যায়?

                    ধারা-৩১ এর উপ-ধারা (৩) অনুযায়ী, আগামকর পরিশোধকারী নিবন্ধিত ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে সংশিষ্ট করমেয়াদে বা তৎপরবর্তী চার (৪) কর মেয়াদের মধ্যে মূসক দাখিল পত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিবেন।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এ আগাম কর ফেরত সম্পর্কে কি বলা হয়েছে?
      
                    👉 ধারা-৩১ এর উপ-ধারা (৪) অনুযায়ী যে ব্যক্তি আগামকর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিতি নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগামকর ফেরত গ্রহণের নিমিত্ত কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।
                     👉অনিবন্ধিত ব্যক্তি বিধি-১৯ এর উপবিধি (৩) এর শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে আগামকর ফেরতের আবেদন করতে পারবেন।
(ক) তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হবে এবং তিনি বর্ণিত পণ্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না।
(খ) যে তারিখে আগামকর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে ১২০ দিনের মধ্যে “মূসক-৪.১” এ নিকটবর্তী যেকোন কমিশনার বরাবর অনলাইনে বা ম্যানুয়ালী আবেদন করিতে হইবে।
পোস্ট ট্যাগঃ আগাম কর, আগাম কর ফেরত, আগাম কর সমন্বয়, মূসক, আমাদানি পর্যায়ে আগাম কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement